সাকিব, পুলিশ ও আয়নাবাজি

Publicado 2023-03-17
পুলিশ হত্যায় অভিযুক্ত একজন কী করে দেশ থেকে পালিয়ে যেতে পারেন? সীমানা পার হতে পারলেই ভারতীয় নাগরিক হওয়া যায়? দুবাইতে এত টাকা নেওয়া যায় কীভাবে? সাকিব আল হাসানের সঙ্গে আরাভ জুয়েলার্সের হয়ে কে যোগাযোগ করেছিল?

‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো-তে এবারের আলোচনার বিষয়: সাকিব, পুলিশ ও আয়নাবাজি৷ অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে রয়েছেন সাংবাদিক মাসুদ কামাল এবং ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ৷ দেখুন এবং জানান আপনার মতামত৷

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আরাফাতুল ইসলাম৷

#সাকিব #রাজনীতি #খালেদমুহিউদ্দীন

সাব্সক্রাইব করুন: bit.ly/2SJoeQq
ফেসবুকে ডয়চে ভেলে: www.facebook.com/dwbengali
টুইটারে ডয়চে ভেলে: twitter.com/dw_bengali

Todos los comentarios (21)
  • প্রিয় দর্শক, যেকোনো অপরাধ নিয়ে অভিযোগ পেলে ডিবি পুলিশ তদন্ত করে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ৷ বিষয়টি আপনি কীভাবে দেখছেন?
  • @no1newsbd
    সাংবাদিক মাসুদ কামালের শেষ কথা গুলার জন্য তাকে স্যালুট। কথাগুলা একদম হার্টে লাগলো।
  • সাংবাদিকদের মধ্যে আপনি সেরা আমার চোখে খালেদ ভাই ❤প্রশ্ন করার জন্য
  • খালেদ মুহিউদ্দিন জানতে চায়। ডয়েশে ভেলে'র এই আলোচিত টক্ শো'র নিয়মিত পাঠক-দর্শক অনেকের সাথে আমিও একজন। বিশেষত এই অনুষ্ঠানটি মনোযোগসহ দেখলাম। সব মিলিয়ে চমৎকার লেগেছে। আরও চাই এমন আয়োজন।
  • @mdali7650
    দুর্নীতি সম্পর্কে এরকম অনুষ্ঠান আরও দেখানো হোক । দেশের কি অবস্থা জনগণকে জানান, জনগণ সচেতন হবে আশা করি । সত্যি মনে হচ্ছে আপনারাই বাংলাদেশের সন্তানের মতো কাজ করছেন ।আমি আজ গর্বিত যে, বাংলাদেশে আপনাদের মতো মানুষ আছে । দুই দিনের দুনিয়া , ভবিষ্যত্ প্রজন্মগুলির জন্য সুন্দর একটি দেশ গঠন করুন ।
  • সাংবাদিক মাসুদ কামালকে আমি আজকে চিনতে পারলাম,এখনো যে নীতিবান মানুষ আছে উনার কথায় প্রকাশ পায়।অপরদিকে খালেদ মুহিউদ্দিন স্যার আমার অনেক প্রিয় একজন মানুষ।
  • সাংবাদিক মাসুদ কামাল ভাই খুব চমৎকার আলোচনা করেছেন 😮
  • খালেদ মহিউদ্দিনের ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
  • @atiqulislam6417
    এখানে খুব স্মার্ট ভাবে উপস্থাপন করেছেন জনাব ডিবি হারুন সাহেব।
  • এতো সহজ ভাবে এই রকম কঠিন প্রশ্ন করা যায় আপনার কথা না শুনলে বুঝতে পারতাম না। বর্তমান সময়ে সাধারণ মানুষের মনে জমে থাকা প্রশ্নগুলা আপনি সরাসরি জিজ্ঞাসা করেন দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছে। অনেক ধন্যবাদ খালেদ ভাই
  • @mahfujrubel7075
    সাংবাদিক মাসুদ কামাল কে আরো অনেক আগে আনা উচিত ছিল ।
  • @drsmshafiq6583
    শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার মতো টক শো। ধন্যবাদ সাহসী ও অত্যন্ত মেধাবী অংশ গ্রহণকারী তিন জন কে
  • ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাই আপনাকে ও মাসুদ কামাল সাহেব কে অনেক দিন পরে এতো সুন্দর একটা বিষয় নিয়ে গঠন মূলক আলোচনা করার জন্য,,,
  • @juwelrana9174
    এধরনের টকশো একটু শুনলে পুরাটাই শুনতে মনে চায় ❤এটাই সাংবাদিকতা❤ ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাই ❤❤
  • @hmhafiz3942
    খালেদ মহিউদ্দিন ভাই আপনি সাংবাদিক দের আইকন অনেক অনেক ধন্যবাদ জানাই।
  • চমৎকার আলোচনা -- মাসুদ কামাল ও মহিউদ্দিন কে অভিনন্দন ও ধন্যবাদ।।।
  • মাসুদ কামাল সাহেবের সাকিব কে নিয়ে শেষের কথা গুলো অসাধারন।।কামাল সাহেব দারুন একজন ব্যক্তিত্ব 💖
  • খালেদ মহিউদ্দীন স্যার আজকের অতিথি নির্বাচনে,দক্ষ সংবাদিকের পরিচয় দিয়েছেন।আপনাদের ৩ জনকে অনেক ধন্যবাদ॥
  • @user-pf3mp3ho7b
    শ্রদ্ধেয় সাংবাদিক মাসুদ কামাল ভাই কথাগুলো সুস্পষ্টভাবেই তুলে ধরেছেন। ধন্যবাদ।
  • খালেদ মুহীদ ভাই অসাধারণ উপস্থাপননা 💯💯💯❤️❤️❤️❤️💗💗💗💗💗