মাছ মাছ হয়ে আছে সুন্দরবন | লবণ জলে জীবন জ্বলে | সিজন ১২ | পর্ব ০৫ | Mohsin ul Hakim

4,211,179
0
Published 2022-08-26
মাছ মাছ হয়ে আছে সুন্দরবন | লবণ জলে জীবন জ্বলে | সিজন ১২ | পর্ব ০৫ | Mohsin ul Hakim

তিন মাসের নিষেধাজ্ঞায় বন উপকূলের মানুষদের কষ্ট হচ্ছে। তবে শান্তি পেয়েছে সুন্দরবন। প্রাণ প্রকৃতি বেশ বিশ্রাম পেয়েছে। সেই সাথে বেড়েছে সুন্দরবনের খাল নদীর মাছ।
ঝাঁকি জাল দিয়ে মাছ ধরলাম আমরা। মাত্র এক ঘন্টায় ভরে গেছে নৌকা।

#mohsinulhakim

Enjoy and stay connected with me:

Subscribe to Mohsin-UL Hakim on :

YouTube youtube.com/MohsinULHakim

Like Mohsin-UL Hakim on

Facebook www.facebook.com/MohsinSundarban

Instagram ID: www.instagram.com/mohsinulhakim

#Pirates_of_Sundarbans #Mohsin_UL_Hakim

All Comments (21)
  • @smartstudybd
    সাহসী সাংবাদিক মোহসিনুল হাকিম, সুন্দরবন কে জলদস্যু মুক্ত করার জন্য আপনার ভূমিকা জাতি আজীবন মনে রাখবে, ইনশাআল্লাহ
  • @salauddin2376
    এত সুন্দর দেশটাকে যদি সঠিক নেতৃত্ব দেওয়া যেতো সত্যিই সোনার বাংলায় পরিনত হতো। ❤️❤️❤️
  • আমি পশ্চিমবঙ্গের অধিবাসী।পেশায় শিক্ষক। নদীর তীরে আমার বাড়ী।এত নিখুত দৃশ্যায়ন এবং পরিবেশনা মনকে সম্পৃক্ত করে দেয়।
  • @uttammondol58
    তারা মা‌ছের দাম পায় না , আর আমরা হাজার টাকা দি‌য়েও এটা পায় না। স‌্যার আপ‌নি একটা অনলাইন শপ ক‌রে দেন, যেখান থে‌কে আমরা সবাই অ‌রি‌জিনাল মাছ কিন‌তে পা‌রবো।
  • @niloykhan8083
    👉সুন্দরবন আমাদের সম্পদ, এই সম্পদ কে টিকিয়ে রাখতে আপনার ভূমিকা অপরিসীম! ভালোবাসা অবিরাম প্রিয় ভাই 💚❤️🤎
  • @sishmir3732
    কথায় কথায় ইশ ইশ না বলে আল্লাহ পাক এর প্রশংসা করুন,,আলহামদুলিল্লাহ বলুন আর আল্লাহ পাকের নেয়ামতের প্রশংসা করুন
  • এই মাছ দেখেতো আমার ই মাছ ধরতে ইচ্ছে করতেছে। ছোটবেলা কত মাছ ধরেছি.... মনে পরে গেলো সেই মধুর শৈশব... ❤️❤️❤️
  • মাশাআল্লাহ ❤️ রিজিকের দায়িত্ব মহান আল্লাহ তায়ালার
  • সুন্দরবনের মানুষদের জীবনকে এত সুন্দরভাবে সবার সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ স্যার।
  • @kakonbd6806
    ওয়াও!!!এতো চিংড়ি মাছ সুন্দরবনের খালগুলিতে!!!সত্যিই সম্পদের যেনো এক অফুরন্ত এক ভান্ডার আমাদের এই সুন্দরবন।মোহসীন স্যার,ঐ অঞ্চলের প্রতিটা মানুষ তো আপনাকে অনেক শ্রদ্ধা করে ও ভালোবাসে।আর তাই আপনিই পারবেন বিষমুক্ত সুন্দরবন গড়তে।
  • ভিডিও দেখে প্রান ভরে গেল, আর আল্লাহর অপরুপ সৃষ্টি যার প্রসংসার শেষ নেই। শুকরিয়া আল্লাহর কাছে আমাদের এত নিয়ামত দেওয়ার জন্য। আর সবশেষ ধন্যবাদ ইউটিউবার ভাইকে
  • মাশাআল্লাহ, সুবহানাল্লাহ কত সুন্দর মাছ আল্লাহ পাকের নেয়ামত।
  • সমুদ্রর মাছ গুলো আল্লাহর বড় একটা নেয়াম
  • মাশা আল্লাহ!😍 আল্লাহর কি রহমত!😍🥰 দেখে প্রাণটা জুড়িয়ে গেলো!😍🥰
  • আমি ফাস্ট কমেন্ট করে গেলাম সুন্দরবন আমাদের প্রাণ প্রিয় জন্মভূমি কলকাতা গোসাবা
  • আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আর আপনার সততায়,প্রচেষ্টায় আজকে সুন্দরবনের এই সুন্দর পরিবর্তন। অবিরাম ভালোবাসা ও দোয়া রইল আগামীদিনের জন্য।
  • বেলায়েত ভাই না থাকলে অনুষ্ঠান টা নিষ্প্রাণ লাগে.... উনি খুবই রসিক মানুষ।
  • হ্যা, অনেক দিন পরে মাছ, হরিণ সাথে সুন্দরবনের চমৎকার প্রকৃতি মনটা ভাল করে দিল আর সাথে আপনাদের প্রানবন্ত আলাপচারিতা তা এক কথায় অপূর্ব। এটা বজায় থাকুক প্রকৃতি আরও প্রাণবন্ত হয়ে উঠুক সুন্দরবনের মানুষের মুখে হাসি অমলিন থাকুক এই প্রত্যাশা করি। বেচে থাকুক প্রকৃতি আপন আলোয়, আপন মহিমায়।
  • ধন্যবাদ বাংলাদেশের সাহসী বনরক্ষক ও সকল দেশ প্রেমিক বাংলাদেশের সুন্দরন এর সেবা প্রদানকারীদের
  • আল্লাহর এক অন্যতম নিদর্শন বাংলাদেশের সুন্দরবন,ধন্যবাদ সাংবাদিক ভাইকে সৌন্দর্যকে তুলে ধরার জন্য।