কৃষি নির্ভর ওরাওঁদের জীবন || Panorama Documentary

2024-06-20に共有
কৃষি নির্ভর ওরাওঁদের জীবন
———————————————

ওরাওঁ বাংলাদেশের একটি নৃগোষ্ঠী। এদের বাসস্থান বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলে। নৃবিজ্ঞানীদের মতে, তারা অস্ট্রিক এবং ভাষাতাত্ত্বিক সূত্রে দ্রাবিড়। এ কারণে অধিকাংশ গবেষক মনে করেন যে, ওরাওঁরা দ্রাবিড়ভাষী কুড়ুখ জাতির উত্তর পুরুষ। ১৮৮১ সালের আদমশুমারিতে দেখা যায় যে, তারা বরেন্দ্র অঞ্চল ছাড়াও ময়মনসিংহ, চট্টগ্রাম এবং নোয়াখালী জেলায়ও বসবাস করত।

ওরাওঁ নৃগোষ্ঠীর লোকেরা ভারতে তাদের আদি বাসস্থান থেকে ঠিক কবে এবং কি কারণে বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলে এসে বসবাস শুরু করেছিল তা বলা যায়না। শুধু এটুকু জানা যায় যে, তারা মুগল শাসনামলে বরেন্দ্র অঞ্চলে প্রবেশ করে এবং সে অঞ্চলে তাদের স্থায়ী নিবাস গড়ে তোলে।

১৯৯১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে ওরাওঁদের সংখ্যা ছিল ১১২৯৬। কিন্তু বর্তমানে তাদের সংখ্যা বেশ বৃদ্ধি পেয়েছে। তারা বর্তমানে বাংলাদেশের কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমণিরহাট, রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বসবাস করছে। [banglapedia]

—————————👇👇Watch More👇👇———————————

✅জ্যৈষ্ঠে আগুন লেগেছে ঈশ্বরদীর লিচু বাগানে
   • জ্যৈষ্ঠে আগুন লেগেছে ঈশ্বরদীর লিচু বা...  

✅চলনবিলে ধান কাটার উৎসব
   • চলনবিলে ধান কাটার উৎসব || Harvest Fes...  

✅গাইবান্ধার নদীর বুকে বুলবুলীর চর
   • গাইবান্ধার নদীর বুকে বুলবুলীর চর || P...  

✅বান্দরবানের পাহাড় ও পাহাড়িদের জীবন
   • বান্দরবানের পাহাড় ও পাহাড়িদের জীবন ||...  

✅ঝিনুক থেকে পান খাওয়ার চুন বানিয়ে জীবন চলে যাদের
   • ঝিনুক থেকে পান খাওয়ার চুন বানিয়ে জীবন...  

✅তালের রসের গ্রাম কাকিলাদহ
   • তালের রসের গ্রাম কাকিলাদহ || Panorama...  

✅নওগাঁর মহাদেবপুরে বৈচিত্র্যে ভরা ভালাইন গ্রাম
   • নওগাঁর মহাদেবপুরে বৈচিত্র্যে ভরা ভালা...  

✅শুকনা মরিচের রাজ্য গাইবান্ধার ফুলছড়িতে
   • শুকনা মরিচের রাজ্য গাইবান্ধার ফুলছড়ি...  

✅বান্দরবানে বাংলাদেশের সবচেয়ে বড় তঞ্চঙ্গ্যা গ্রাম
   • বান্দরবানে বাংলাদেশের সবচেয়ে বড় তঞ্চঙ...  

✅কেমন করে তৈরি হয় বাঁশের বাঁশি
   • কেমন করে তৈরি হয় বাঁশের বাঁশি || How ...  

✅দেশ সেরা রাজবাড়ীর পেঁয়াজ
   • তাবিজ বানিয়ে জীবন চালায় যে গ্রামের মা...  

✅তীব্র গরমে শান্তি আনে বাংলার তালপাখা
   • তীব্র গরমে শান্তি আনে বাংলার তালপাখা ...  

✅১২ রকম মানুষের মিলনমেলা বান্দরবান বাজারে
   • ১২ রকম মানুষের মিলনমেলা বান্দরবান বাজ...  

✅নবাবগঞ্জের ভাঙ্গাভিটায় বাঙ্গি চাষ
   • নবাবগঞ্জের ভাঙ্গাভিটায় বাঙ্গি চাষ || ...  

✅রূপকথার মতো বর্ণাঢ্য মারমা জীবন পার্বত্য বান্দরবানে
   • রূপকথার মতো বর্ণাঢ্য মারমা জীবন পার্ব...  

✅সীমান্ত জনপদের বৈচিত্রময় জীবন নেত্রকোণার দুর্গাপুরের কুল্লাগড়ায়
   • সীমান্ত জনপদের বৈচিত্রময় জীবন নেত্রকো...  

✅জলে ভাসা অনিশ্চিত বেদে জীবন
   • জলে ভাসা অনিশ্চিত বেদে জীবন || Panora...  

✅টনকে টন রসালো তরমুজ পটুয়াখালীর বিরান বালুচরে
   • টনকে টন রসালো তরমুজ পটুয়াখালীর বিরান ...  

✅বরিশালের কর্মব্যস্ত সন্ধ্যা নদী ও নদীপাড়ের গ্রামীণ জীবন
   • বরিশালের কর্মব্যস্ত সন্ধ্যা নদী ও নদী...  

✅শত শত মণ ধান চাল নিয়ে বানারীপাড়া বিশাল ভাসমান হাট
   • শত শত মণ ধান চাল নিয়ে বানারীপাড়া বি...  

✅মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে অন্যরকম জীবনধারা
   • মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে অন্যরকম জী...  

✅বিশাল শুটকি পল্লী পিরোজপুরের পাড়েরহাটে
   • বিশাল শুটকি পল্লী পিরোজপুরের পাড়েরহা...  

✅চলনবিলে টনকে টন ক্ষীরা চাষ
   • চলনবিলে টনকে টন ক্ষীরা চাষ || Panoram...  

✅নাটোরের একশিং গ্রামের জীবনছবি
   • নাটোরের একশিং গ্রামের জীবনছবি || Pano...  

✅স্বরূপকাঠিতে বাংলাদেশের সবচেয়ে বড় কাঠের মোকাম
   • স্বরূপকাঠিতে বাংলাদেশের সবচেয়ে বড় ক...  

✅পিরোজপুর পাড়েরহাট মৎস্য বন্দরে মাছ নিয়ে হুলুস্থুল
   • পিরোজপুর পাড়েরহাট মৎস্য বন্দরে মাছ ন...  

✅তিন জেলার মিলনস্থলে কণ্ঠগজরা গ্রাম
   • তিন জেলার মিলনস্থলে কণ্ঠগজরা গ্রাম ||...  

✅জলে ভাসা পদ্মডুবি গ্রাম (পিরোজপুর)
   • জলে ভাসা পদ্মডুবি গ্রাম (পিরোজপুর) ||...  

✅জোয়ার ভাটায় সবজি চাষ
   • জোয়ার ভাটায় সবজি চাষ || Panorama Docu...  

✅আখচাষীদের গুড় বানানোর ধুম পড়েছে রাজবাড়ির পদ্মার চর সেনগ্রামে
   • আখচাষীদের গুড় বানানোর ধুম পড়েছে রাজবা...  

✅ভালোবাসা ছড়ায় কোটি মানুষের মনে যশোরের গদখালীর ফুল
   • ভালোবাসা ছড়ায় কোটি মানুষের মনে যশোর...  

✅মনোহরপুর ভাসমান সবজির হাট নাজিরপুরে
   • মনোহরপুর ভাসমান সবজির হাট নাজিরপুরে |...  

✅সিলেটের হাকালুকি হাওরের জীবন
   • সিলেটের হাকালুকি হাওরের জীবন || Lifes...  

✅প্রাচীন সভ্যতার জনপদ বগুড়া
   • প্রাচীন সভ্যতার জনপদ বগুড়া || Panoram...  

✅ফুলকপির রাজ্য রাজবাড়ী
   • ফুলকপির রাজ্য রাজবাড়ী || Panorama Doc...  

✅শাকসবজির রাজধানী যশোময় যশোর
   • শাকসবজির রাজধানী যশোময় যশোর || Panora...  

✅জীবন জীবিকার যোগানদার পাবনার গাজনার বিল
   • জীবন জীবিকার যোগানদার পাবনার গাজনার ব...  

✅কিশোরগঞ্জের মনকাড়া বিস্তীর্ণ হাওরাঞ্চল
   • কিশোরগঞ্জের মনকাড়া বিস্তীর্ণ হাওরাঞ্...  

✅দেশের দীর্ঘতম নদী পদ্মার জীবন
   • দেশের দীর্ঘতম নদী পদ্মার জীবন || Life...  

✅সেন্টমার্টিন দ্বীপ সৃষ্টির ইতিহাস
   • সেন্টমার্টিন দ্বীপ সৃষ্টির ইতিহাস || ...  


———————————————————————

© 2024 PANORAMA CREATORS. All Rights Reserved.

DIRECTION & PHOTOGRAPHY | A Masud Chowdhury Pitu

RESEARCH & SCRIPT | Ibnul Qayum Sony

NARRATION | Maliha Mehnaz Shairy

LANGUAGE | Bangla

EMAIL | [email protected]

——————————————————————————
#ওঁরাও #panoramadocumentary #villagelife #triballifestyle #ruralvillagelife #Kurukh #Oraon

コメント (21)
  • আমার অতি প্রিয় একটি চ্যানেল যার ভিডিও আমার সব সময় দেখি এবং ভালো লাগে 💜💜
  • এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্ম ভূমি, আমর বাড়ি ফেনী জেলার পরশুরাম উপজেলার সাতকুচিয়া গ্রামে, এখন বর্তমানে ঢাকায় থাকি, তবে এখন অনেক অনেক মিস করি সেই শৈশবের, কৌশরের দিনগুলো, আপনাদের চ্যানেলের মাধ্যমে ফিরে যাই সেই দিনগুলোতে, এভাবেই এগিয়ে যান বহুদূর এই শুভ কামনা রইল ❤❤❤
  • শ্রদ্ধেয় এ মাসুদ চৌধুরী পিটু স্যারকে অসংখ্য ধন্যবাদ। যিনি পর্দার অন্তরালে থেকে আমাদেরকে বিভিন্ন প্রামাণ্য চিত্র দেখার সুযোগ করে দেন।
  • @kartikroy846
    নানা ভাষা, নানা মত,নানা পরিধান। বিবিধের মাঝে দেখ মিলনো মহান। তাই নানা বৈচিত্র্য নিয়ে সমৃদ্ধ আমাদের এ প্রিয় মাতৃভূমি। ❤❤❤❤
  • এইসব দেখেই জীবনের অনেক সময় কাটিয়েছি, অনেক বছর পর দেখলাম , বেশ ভালো লেগেছে। ধন্যবাদ
  • সৌদি অপেক্ষায় থাকি প্রিয় চ্যানেলের ভিডিওর জন্য
  • @INALLGAMINGBD
    আপনি আছেন বলেই এখনো হয়তো আমরা এই জিনিসগুলো দেখতে পারতেছি প্যানোরামা ডিসকভারি চ্যানেলটি আছে বলেই আজকে মানুষ এত সুন্দর কিছু দেখতে পারছে ৷
  • আমাদের দেশের সংস্কৃতি বাঁচিয়ে রাখা এখন সকলের কর্তব্য হয়ে পড়েছে। কারণ দিন দিন কেমন আমরা আধুনিক হচ্ছে আর নিজের সংস্কৃতি ভুলে পশ্চিমা সংস্কৃতিতে আবদ্ধ হচ্ছে। 😢
  • দিদি আমি ভারত থেকে আপনার অনেক ভিডিও দেখেছি অসাধারণ ভিডিও জীবনে কখনো এই সব জায়গা যাওয়া তো দূর দেখতে পাবো কিনা সন্দেহ ছিল আপনার কারণের তা দেখতে পারছি আর বিশেষ করে আপনার যে ধরাভাইস্য তার কোনো তুলনায় হয়না এটা যেন ফাউ
  • প্রিয় মাতৃভূমির অপরুপ সৌন্দর্য মনোরম পরিবেশ মন ভরে দেয়।
  • @arundatta2423
    সত্যিই খুবই মনমুগ্ধকর লাগল।
  • এই ভিডিও গুলো কি আগের? এক সময় বিটিভিতে দেখানো হতো।ছোটবেলা থেকেই অনেক ভালো লাগতো।বিশেষ করে পার্বত্য এলাকার ভিডিও গুলো।
  • @SimbaShort
    ছোট বেলা টিভি তে আপনার ভয়েজ সুনেছি তার পর বড়ো হয়ে মনে পরলো আপনার সেই ভয়েজ। আপনার কিছু ই জানতাম না। ইউটিউব এ আসলাম কি জেন লিখে তখন সারছ দিলাম আপনার ভয়েজ আর ভিডিও পেয়ে খুসি হলাম আর ভালো লাগলো সেই থেকে আপনার ভিডিও সব থেকে ভালো লাগে
  • এত সুন্দর মন চায় এখনি ঘুরে আসি।❤
  • Koto diner tomar golar awaj pea khub khusi holam khub valo laglo
  • বাঁশির সুরে আমার মনটা যেন হারিয়ে ফেলেছি❤
  • @ISMIzenith
    আমার দেখা অসাধারণ একটা চ্যানেল,,,