যুক্তরাষ্ট্রে অভিনব আমিশ জনগোষ্ঠী | গাড়ি, বিদ্যুৎ, মোবাইল ছাড়া জীবন | প্রবাসী টিভি

69,760
0
Published 2024-07-06
এই ভিডিওতে বিরক্তির কারণ আছে। এর বিপরীতে, আপনি উপভোগ করেছেন কী, কোনটা আপনার কাছে ভালো লেগেছে, জানাতে পারেন।

আমিশদের ক্যামেরায় কথা বলা বারণ। অনেক অনুরোধে পরিবারের বড়কর্তা হেনরির সম্মতি পেলাম, কথা বলবেন তিনি। তবে, সরাসরি ক্যামেরায় নয়। হেনরির ছেলেও হেনরি, নাতিও হেনরি।

আমিষরা খৃস্টান। গুগল করে যতদূর জেনেছি, ধর্মের কারণে ইউরোপ থেকে তাদের প্রথম দলটি আমেরিকায় আসে ১৭১৭ খৃস্টাব্দে। পেনসিলভানিয়া স্টেটে সবচেয়ে বেশি আমিশের বসবাস। আমি গিয়েছিলাম ওয়েস্টার্ন নিউ ইয়র্কের ক্যাটারোগাস কাউন্টিতে।

আধুনিকতাকে জীবনযাপন থেকে যতো দূরে রাখা সম্ভব, আমিশরা সেই অনুশীলন করে। সরকারী সুযোগ সুবিধা যতোটুকু না নেয়া যায়। থানা, পুলিশ, আদালতে যায় না তারা।

এই ভিডিওতেও কোনো গবেষণাকাজ নেই। আগেভাগে জেনে গিয়ে কাজ করা হয়না আমার। সবসময়ের মতো, কারো সঙ্গে কোথাও ঘুরতে যাই, তাৎক্ষণিক যা পাই ক্যামেরায় তুলে আনি। স্বতঃস্ফূর্ত।

All Comments (21)
  • অনেক ধন্যবাদ আপনাকে এরকম একটি কমিউনিটির সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য। তাদের জীবনধারা ভালো লাগলো।
  • @user-fh5xt8hh5y
    এরাই তো পৃথিবীর সেরা এবং শান্তি প্রিয় জনগোষ্ঠী ।একমাত্র ঈশ্বরের উপর ডিপেন্ভেড আর কায়িক পরিশ্রম করে বেঁচে থাকা মানুষগুলো ।অসাধারণ । নাই কোন ঝঞ্জাট। তবে এটাও ঠিক নেটের কল্যাণে তাদেরকে বিশ্ববাসি জানলো তাদের ।তবুও টেকনোলজি আমাদের কতটুকু শান্তি দিয়েছে সে প্রশ্ন থেকে ই গেল।তবুও বলবো ওরা থানা পুলিশের কাছে যায় না ।এর চেয়ে বড় শান্তি আর কি হতে পারে ।তবুও জানতে চাই ওদের বিচার ব্যবস্থা কিভাবে চলে?অথবা তারা বর্বর নয় তো??? পৃথিবীর আরো কত কি জানার আছে ভাই ।ইনশাআল্লাহ বেঁচে থাকলে আরো জানবো।বাংলায় এটাকে মাথাল বলে ।বাংলার কৃষকরা আগে এটা পড়তো।
  • @skniloy9565
    ওরাই অনেক ভাল আছে,ভালই থাকবে
  • যা বুঝলাম পৃথিবীর সব প্রান্তের কৃষকই একই রকম😊
  • @BulkMain
    প্রায় দশ বছর আগে প্রথম আলো পত্রিকার এদের ব্যাপারে শাকুর মজিদের লিখা প্রতিবেদন পড়েছিলাম।আর প্রায় পাঁচ বছর থেকে আমি তাদের কাছাকাছি বাস করছি। যদিও আমি ছাড়া আমার পরিবারের সকলেই ওখানে গিয়েছে।
  • সত্যিই অসাধারণ একটা এপিসোড ছিল এটা।
  • আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লা ওয়াবারকাতুহু ভাই কেমন আছেন, অসাধারণ একটা অভিজ্ঞতা হলো বাস্তব জীবনের ব্যবস্থাপনা দেখে, ধন্যবাদ জানাচ্ছি ভাই কে আপনার ভিডিও গুলো থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়,
  • ওয়ার্কশপে ড্রিলপ্রেস আছে, স টেবিল আছে, আরেকটা বেঞ্চ স আছে। এগুলো চালাতে অবশ্যই বিদ্যুৎ দরকার। এগুলা এমনিই রেখেছে নাকি ব্যবহার করে? করলে কীভাবে করে? এরা যতটুকু বুঝছি, যন্ত্রপাতি থেকে দূরে থাকে। তবে গ্যাসের মত কিছু ক্ষেত্রে বিদ্যুতও ব্যবহার করে আশাকরি, যন্ত্রের জন্য। হতে পারে জেনারেটর বা সোলার দ্বারা। আবার কখনো গেলে ওয়ার্কশপের জিনিসের ব্যাপারে জিজ্ঞেস কইরেন।
  • @SahinaVlogs.
    সুন্দর হয়েছে ভাই আমি আপনার ভিডিও দেখি কমেছ করেছি সকল সময় থাকতে চাই শুরু করছি দেখা পাবো আপনার দেখা 🇧🇩🇧🇩🇧🇩👍👍👍
  • উনারা যেহেতু ছবি তুলেন না, তারপরও বারবার ফেস দেখা যাচ্ছিলো। ব্লার করে দিতে পারতেন ফেস টা। তাতে এই জাতিগোষ্ঠীর প্রতি সম্মান দেখানো হতো
  • @AbidAli-bv2gl
    সুন্দর ভিডি। ষ্ট্রেস ফ্রি লাইথ। আমদের গ্রামের জীবন এমন ছিল।
  • @hafezjayed2365
    এই ভিডিওটার অপেক্ষায় ছিলাম
  • অনেক সুন্দর একটা ভিডিও করছেন । আপনাকে অনেক অনেক ধন্যবাদ । এই আরো ভিডিওর অপেক্ষায় রইলাম ।
  • A Muslim may not be perfect always, but Islam always been perfect !!!
  • Aponar video gulo onoboddo. BD te idaning Aponar moton videos korchen vloger ra.shuvecha nirontor