সবকিছুর জন্যই দায়ী ঐ মুজিবর রহমান।

Published 2024-08-06

All Comments (21)
  • অনিকেত দা আপনার আবৃত্তি ও তথ্য আলোচনায় চোখে জল এসে গেল। আপনাকে আন্তরিক ধন্যবাদ।
  • অনিকেত বাবু , আপনার সাংবাদিকতা, প্রতিবেদন অসাধারণ । আপনার জন্য অনেক ভালোবাসা রইলো । ❤️❤️❤️
  • বাংলা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনার বিশ্লেষণ অসাধারণ,‌শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মর্মর মূর্তি‌ ভাঙ্গা দেখে মর্মাহত হলাম 🙏
  • @user-ij2cl7to5j
    অনিকেত বাবু আপনার এই প্রতিবেদন আর আবৃত্তি শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না আর মনে হল বাংলা দেশের মানুষ এত নিষ্ঠুর এত বেইমান কেন এরা এত তাড়াতাড়ি ইতিহাস ভুলে গেলে?
  • @tanbiralam8893
    দারুনএক্সপেরিমেন্ট
  • @craneshaw
    খুব সুন্দর বললেন..আপনার ভবিষ্যত বাণী ভূল হবেনা.ভুল হতে পারেনা..সঠিক বিশ্লেষণ করেছেন।
  • @amitavaghosh3391
    অসাধারণ বললেও কম বলা হয় 😢... মুক্তি যুদ্ধের সময় আমার বয়স তিন মাস কুড়ি দিন... কিন্তু পরে মা দিদুর (দিদা) কাছে শুনেছি আর তার পর তো নানান পড়াশোনা, সিনেমা, নাটক আরও কত কত আলোচনা চলেছে এই নিয়ে তার থেকে জ্ঞান অর্জন করেছি। যেদিন মুজিব মারা গেলেন সেদিন তো আমি আড়াই বছর বয়সি এক শিশু। সুতরাং যদি কিছু মনে থেকেও থাকে সেটা উসকে দিলেন আপনি আজ আপনার এই মর্মভেদী পরিবেশনায় 😔... প্রণাম নেবেন 🙏💐... জয় বাংলা 🙋🏻‍♂️
  • @Bong-at-heart
    সত্যিই আবার দেশ টা পরাধীন হল, যার পরিবার শেষ হয়েছিল তার প্রতি কি ব্যাবহার ,আপনাকে ধন্যবাদ সুন্দর উপস্থাপনের জন্য
  • দাদা এই এপিসোড শুনতে শুনতে গায়ে কাঁটা দিয়ে উঠলো আর চোখ আদ্র হয়ে উঠলো আপনার উপস্হাপনার মাধ্যমে .. অসাধারণ ভবিষ্যত বাণী .… ভীষন ভাবে মন স্পর্শ করে গেলো ... খুব ভালো থাকবেন দাদা অনেক শুভকামনা রইলো
  • চীনা আগ্রাসনের আর এক নাম এখন বাংলাদেশ। জামাত ও বিএনপির সাথে সেনাবাহিনীর খবরদারী থাকবে আগামীর বাংলাদেশ।
  • আজ‌কের এই ভি‌ডি‌য়োটা ঐতিহা‌সিক।ইতিহা‌সের সা‌ক্ষী হ‌য়ে থাক‌বে। ধন্যবাদ
  • দারুন। মন ভরে গেল। একরাশ বিষাদ। অনেক আশা। ভালো থাকুন।
  • @ibusinessoutlook
    আমাদের এখন যেটা প্রথম কর্তব্য, তা হল বিদেশ নীতির পর্যালোচনা, বানিজ্য বিষয়ক নতুন নীতির নির্ধারণ। আমাদের প্রতিবেশীর প্রয়োজন ফুরিয়েছে।
  • @user-fs6rv2kx6w
    হঠাৎ রঙিন গোলাপ দেখে মুজিব বলে ভুল করি/ কোথায় পেলে অমন কুশুম সোনার বাংলা আমরি/কোথায় পেলে পদ্মা মেঘনা, কার নামে সে কুলু কুলু/ মসজিদে তার প্রাণের আজান মন্দিরে তার উলু।
  • @asifahmed4728
    Aniket Babu thank you very much.aniket babu jindabad.
  • @Utpalsingha-q5i
    এতো সুন্দর বিশ্লেষণ এর আগে শুনেনি নমস্কার স্যার আপনাকে।
  • @AMINkhan-bm8oe
    অনিকেত স্যার অনেক ধন্যবাদ। বাংলাদেশ আন্দোলনের সময়ে আমি স্কুলে ছিলাম ক্লাস ১১এ।সব মনে পড়ে আমরা স্কুল থেকে ছেলে মেয়েরা মিলে হেঁটে হেঁটে স্কুলে স্কুলে গিয়ে চাঁদা সংগ্রহ করেছি বাঙলাদেশ আন্দোলনের বীর মুক্তিযোদ্ধা যোদ্ধাদের সহযোগিতার জন্য। তখন মুজিবুর রহমান সাহেবের কন্ঠে মাইকে মাইকে গ্রামে গ্রামে দেশের জন্য বলিদান দেওয়ার আহ্বান "তোমাদের যা আছে লড়বা " শুনে খুবই মনে উদ্দীপনা আসত লড়বা কথা শুনে। আজকে মুজিবুর রহমান সাহেবের মুর্তি ভেঙে ফেলছে দেখে চোখে পানি ভরে গেল।এসব জামায়াত ইসলামী মোল্লা কট্টরপন্থী গ্রুপগুলোর কাজ। বড়ো ঘৃনার লজ্জায় মাথা নীচু হয়ে যাচ্ছে। বাংলাদেশ যদি এই পথে চলতে থাকে তাহলে কোনদিন শান্তি ও সমৃদ্ধি আর ফিরে আসবে না। নাগপুর থেকে।
  • অনিকেতবাবু, আমি চোখে জল রাখতে পারলাম না। সেই ৫৩/৫৪ বছর আগের সেই অতীত ফিরে এসেছিল। কী দেখেছি আর এখন কী দেখছি ? এ যে আমাদের চিন্তার বাইরে ছিল। দেখতে পারছি না এই করুণ দৃশ্য। সহ্য হচ্ছে না।
  • @habiburrh618
    শেখ মুজিবর রহমানের মূর্তি ভাঙায় খুবই মর্মাহত হয়েছি ভাবছিলাম কেউ কী প্রতিবাদ করবেনা? আপনার প্রতিবেদনের অপেক্ষায় ছিলাম । ধন্যবাদ দাদা