লাখো মানুষের চোখের জ'লে সৃষ্ট কাপ্তাই লেক এখন মুগ্ধতায় ভাসায় পর্যটকদের || Kaptai Lake || Rangamati

556,602
0
Published 2022-12-08
দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কৃত্রিম জলাধার রাঙ্গামাটির কাপ্তাই লেক বা হ্রদ। এই লেকের পানির প্রধান উৎস কর্ণফুলী নদী। এই নদীর গতিমুখে পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১৯৫৬ সালে পাকিস্তান আমলে একটি বাঁধ নির্মাণ করা হলে রাঙামাটি জেলার ৫৪ হাজার একর কৃষি জমি ডুবে যায় এবং এ হ্রদের সৃষ্টি হয়।
হ্রদ সৃষ্টির কারণে সংরক্ষিত বনের ২৯ বর্গমাইল এলাকা ও অশ্রেণীভুক্ত ২৩৪ বর্গমাইল বনাঞ্চলও ডুবে যায়। এই পাহাড়ি জনপদে বসবাসরত প্রায় ১৮ হাজার পরিবারের মোট এক লাখ মানুষ বাস্তুচ্যূত হয়। তাদের বাড়িঘর, উপাসনালয়সহ সবকিছু তলিয়ে যায় এই জলের নিচে। এই যে অপার সৌন্দর্য দেখে আমরা ওয়াও বলে উঠছি, এর আড়ালে রয়েছে বহুমানুষের জন্মভিটা হারানোর হাহাকারও। বৃহৎস্বার্থ বিবেচনায় ত্যাগ স্বীকার করেছেন এই অঞ্চলের পাহাড়ি মানুষেরা।

Contact:
[email protected]

#kaptai_lake #kaptai #কাপ্তাই_লেক #কাপ্তাই #রাঙ্গামাটি

All Comments (21)
  • আলহামদুলিল্লাহ। বাংলাদেশের পর্যটন এলাকা গুলোকে বেশি বেশি প্রোমোট করার অনুরোধ রইলো।
  • @hillboydiman
    ধন্যবাদ সুমন ভাই আমাদের রাঙ্গামাটিকে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য❤️❤️
  • @it.s-hacib190
    সত্যি এতো সুন্দর মনমুগ্ধকর পরিবেশ সবই ওই সৃষ্টিকর্তার দান সুবহানাল্লাহ।
  • ভাই শহরে থেকে গ্রামের এত সুন্দর দৃশ্য দেখে মন ভরে গেল। I love my Bangladesh
  • অসাধারণ দৃশ্য।বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য্যের তুলনা হয় না।সুমন ভাই কে অসংখ্য ধন্যবাদ।
  • ভাইয়া আমি ভারতবর্ষ থেকে দেখছি । আপনার গ্রামীণ দৃশ্য ভিডিও গুলো আমাদের সকল কে খুব আনন্দ দেয়। এমন সুন্দৌর্যময়ী ভিডিও আরো চাই 🥰🥰
  • @MdHiron-r3f
    যত যায় ততই ভালো লাগে অসাধারণ রাঙামাটি আমার খুব পছন্দের এক জায়গা ❤❤❤❤
  • জলই জীবন জলই জীবনের উৎস আমরা মোহিত দেখে অবর্ণনীয় দৃশ্য। বাংলাদেশের সৌন্দর্য্য অতীব মনোমুগ্ধকর সুমন ভাই তা দেখানোর প্রধান কারিগর। ধন্যবাদ সুমন ভাই ।
  • আল্লাহ আপনাকে আরো সামনে দিকে এগিয়ে নিয়ে যাক।
  • সুমন ভাই না থাকলে হয়তোবা এই বাংলার অপরূপ দৃশ্য কখনোই দেখা হতো না ঘরে বসে,, অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল ভাইয়ের জন্য,,
  • অপূর্ব সুন্দর । খুব ভালো লাগল । মন ভরে গেল,চোখ জুড়িয়ে গেল কাপ্তাই লেকের সৌন্দর্য দেখে । সালাহউদ্দিন ভাই আপনাকে অশেষ ধন্যবাদ ।
  • সালাউদ্দিন সুমন ভাইয়া, আপনি আমাদের দেশের প্রাকৃতিক মনোরম দৃশ্য গুলোর বর্ণনা ও তুলে ধরেছেন অনেক সুন্দর ভাবে। তাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। এইরকম আরো ভিডিও চিত্র দেখার ইচ্ছা করছি। আশা করি আমার মনের আশা পূরণ করবেন।
  • @user-dm6dx7hx9g
    সালাহউদ্দিন সুমন ভাই সময় টিভির সাংবাদিক ঢাকা শাখা, পাশাপাশি অপরুপ সৌন্দর্যের ভিডিও তুলে ধরেন মানুষের কাছে। এককথায় অসাধারণ। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আলহামদুলিল্লাহ 🌏🇧🇩
  • ভাইয়া কাপ্তাই লেক আসলে বাস্তবে আরও সুন্দর আমি ওখানে দুইবার বেড়াতে গেছিলাম
  • বই পড়লে জ্ঞান বাড়ে, ভ্রমণ করলে জ্ঞান বাড়ে, ভ্রমণ মানুষের মানসিক স্বাস্থ্য ভালো রাখে।
  • আগে দেখেনি কতো মিনিট কতো সেকেন্ড ভিডিও সেই বুঝে দেখি যদি দেখি কম সময় তাহলে সাথে সাথে দেখি আর যদি দেখি বেশ আধঘন্টা তাহলে রাত এগারোটার পর জমিয়ে দেখি আমার সুমন ভাইয়ের ভিডিও কিনা কথা গুলো এতো সুন্দর করে বলো কারোর সাথে তুলনা হয়না খুব ভালো থাকবে ভাই টাটা ।
  • @aliakbor2410
    অপূর্ব মনে হচ্ছে বাংলাদেশের ভূস্বর্গ ধন্যবাদ সুমন ভাই
  • অনেক ধন্যবাদ ভাই আমাদের চট্টগ্রামের কাপ্তাই লেখা সৌন্দর্য তুলে ধরার জন্য🥰🥰🥰 আর আপনার ভিডিওগুলো অসাধারণ সুন্দর মানুষ প্রকৃতিকে খুব কাছ থেকে উপলব্ধি করতে পারে।😊🥰 আপনার ভিডিও গুলো দেখার জন্য সুন্দর লাইক আর কমেন্ট নই স্পেশাল কোন কিছু থাকলে এটাও দিতাম সত্যি 💞💞💞🌄😊
  • এই অপার সৌন্দর্য উপভোগ করার সুযোগ আপনার জন্য হলো দাদা 🥰 খুব মিস করি নাগাল্যান্ড এর ভিডিও গুলি এরকমই ছিলো 💟💟
  • কাপ্তাই হ্রদের মনোরম দৃশ্য ও এর বিশালতা আগে কখনো কেউ এতো সুন্দর মনোমুগ্ধকর করে তুলে ধরেনি, বিশেষ করে লেকের বিশালতা ও বিভিন্ন পর্যটন দৃশ্য আন্তর্জাতিক অঙ্গন দুরের কথা দেশের অনেকের অজানা ।