কিভাবে রমযানে সেল বাড়াবেন | অনলাইনে রমযানে বাম্পার সেল করার উপায়

Published 2019-04-22
প্রতিবারের মতো এবারও রমযান মাসে প্রচুর ব্যবসায়ী একটা ভালো প্রফিটের আশায় মাঠে নামবে। অনলাইনেও এর ব্যতিক্রম হবেনা বরং আগের যেকোন ঈদের চেয়ে এবার কম্পিটিশন বেশি হবে। তাহলে কিভাবে আপনি অনলাইনে আপনার সেল নিশ্চিত করবেন। ভিডিওতে দেখে নিন ২টি উপায়😍

১) নিজে করুনঃ
আপনার কম্পিটিশন রিসার্চ করে কিভাবে আপনার প্রোডাক্ট ভিন্নভাবে তুলে ধরবেন সেটা জানতে হবে।
আপনার প্রোডাক্টের ইউএসপি (ইউনিক সেলিং পয়েন্ট) কি তা জানতে হবে।
সেম প্রোডাক্ট আরেকজন সেল করছে কিন্তু আপনি পারছেন না, কেন তা জানতে হবে।
আপনার প্রোডাক্টের জন্য কি ফেসবুক সঠিক না ইন্সটাগ্রাম, না গুগল, না ইউটিউব, তা জানতে হবে।
ক্রিয়েটিভ অ্যাডভারটাইজিং অ্যাপ্লাই করতে হবে।

২) আমার সাথে রমযানের সেল গ্যারান্টি চ্যালেঞ্জ এ অংশ নিন। বিস্তারিত দেখুন এই লিঙ্কে www.aepresents.net/osim/visit/edu/ramadan/

ম্যাসেঞ্জার লিঙ্কঃ https://m/me/ArefulEeslamPresents/

★ Facebook page: www.facebook.com/ArefulEeslamPresents/
★ Follow me on Instagram: @arefsworld
★ Facebook group: www.facebook.com/groups/marketingwitharef

All Comments (1)